এবার একপ্রকার তৃণমূলের সুরেই ED-কে কটাক্ষ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পাশাপাশি, দলের বর্ধিত অধিবেশনের উদ্বোধনে গিয়ে INDIA জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।
রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে ওই অনুষ্ঠানে ইয়েচুরি বলেন, যারা দোষ করেছেন তাঁদের শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি তিনি বলেন, বিরোধীদের হেনস্থা করা হলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে INDIA জোট সম্পর্কে তাঁর স্পষ্ট বক্তব্য়, তৃণমূল কখনই বিজেপির বিকল্প হতে পারে না। কিন্তু ভারতবাসীকে বাঁচানোর জন্য বিজেপিকে আগে সরকার থেকে সরাতে হবে।
ওই অনুষ্ঠানে রাজ্যের দুর্নীতি নিয়ে যেমন তৃণমূলকে কাটগড়ায় তুলেছেন ইয়েচুরি তেমনই তিনি বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার থেকে বিজেপিকে সরানোর জন্য তৃণমূলের সমর্থন প্রয়োজন।