কালীপুজোর পরের দিনই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে । মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূল পার করবে ওই ঘূর্ণিঝড়। বাংলাদেশের (Bangladesh) তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা এই প্রবল ঘূর্ণিঝড়ের। যার ফলে বাংলায় দুর্যোগের আশঙ্কা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। তবে উদ্বেগ থাকবে উপকূলের জেলাগুলিতে।
শনিবার এই সিত্রাং নিয়ে সাংবাদিক সম্মেলন করে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২৫ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। পাশাপাশি অমাবস্যার ভরা কোটালে উপকূল সংলগ্ন তিন জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার সাগর দ্বীপ থেকে ১৪৬০ কিমি দূরে আছে এই নিম্নচাপ। রবিবার থেকে তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে 'সিত্রাং', ঘূর্ণিঝড় মোকাবিলায় কোমর বেঁধে নামছে প্রশাসনও
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার গভীর নিম্নচর তৈরি হওয়ার পর তা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। এরপর তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
সোম ও মঙ্গলবার কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকাতেও হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দফর জানিয়েছে, সিত্রাংয়ের প্রভাবে ৭০-৮০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত। মঙ্গলবার হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। শনিবারের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। দুদিন সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবাও বন্ধ থাকবে। মাইিকং করে চলছে প্রচার। সোম ও মঙ্গলবার দিঘা, মন্দারমনি, শঙ্করপুরে সমুদ্রতীরে পর্যটকদের নামতে বারণ করা হয়েছে।