বাংলার (West Bengal) উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন সিত্রাং (Sitrang)।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপের কবলে পড়তে চলেছে বাংলা।ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের (Bay of Bengal) দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওড়িশা উপকূল অভিমুখে তা একটি সাইক্লোনের আকার ধারণ করে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই দুই রাজ্য এবং বাংলাদেশের (Bangladesh) উপকূলে আছড়ে পড়তে চলেছে।
আরও পড়ুন:Acid Attack: মাধ্যমিক পরীক্ষা দেওয়ার 'শাস্তি', স্বামীর ছোড়া অ্যাসিডে আক্রান্ত মাধ্যমিক পরিক্ষার্থী
সিত্রাং সাইক্লোন ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। সিত্রাং (Sitrang) নামটি দিয়েছে থাইল্যান্ড (Thailand) । তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় বঙ্গে আছড়ে পড়বে তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি মৌসম ভবন।
হাওয়া অফিস জানিয়েছে, সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে। বাংলাদেশ উপকূলেও এই সাইক্লোন তাণ্ডব চালাতে পারে।