আরও জটিল হচ্ছে সিকিমের পরিস্থিতি। এখনই বৃষ্টি করার কোনও সম্ভাবনা নেই। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সিকিমের লাইফলাইন অর্থাৎ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিতে হয়েছে সেখানকার প্রশাসনকে।
শনিবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সেকারণে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামে। তার জেরে স্বেতিঝোরার কাছে রাস্তার একাংশ পুরোপুরি ভেঙে গিয়েছে।
অন্যদিকে লাচুং এবং সিকিমের বিভিন্ন এলাকায় কয়েকশো পর্যটক আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধারের জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। এয়ারলিফ্টের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই কাজেও ব্যাঘাত ঘটছে।
এর সঙ্গে তিস্তার জলস্তর বেড়েই চলেছে। একাধিক রাস্তা সম্পূর্ণ ভেসে গিয়েছে। স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। শুধু তিস্তা নয় উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তরও বেড়েছে। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, বৃষ্টি আরও কিছুদিন চলবে।