এবার সিকিমের নাথুলায় পৌঁছে যাবে ভারতীয় রেল। অর্থাৎ এবার ভারতীয় রেলে করেই যাত্রীরা সরাসরি পৌঁছে যেতে পারবেন চিন অধিকৃত তিব্বতের কাছাকাছি।
জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই উত্তরবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত যে রেলপথ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কাজ শেষ হবে।
সেবক ও রংপোর মধ্যে সংযোগকারী রেললাইন নির্মাণ হচ্ছে একাধিক টানেল ও সেতুর মধ্যে দিয়ে। ১৪টি টানেল ছাড়াও থাকছে ২২টি ব্রিজ। দীর্ঘ ৪৫ কিলোমিটার এই রেলপথে মোট ৫টি স্টেশন।
যে কোনও প্রতিকূল পরিবেশের মধ্যেও যাত্রীদের জন্য সারাবছর এই রেলপথ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।