মগরাহাটের জোড়া খুনের (Magrahat Twin Murder) ঘটনায় আটক ৬ । আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Diamond Harbour District Police) । তবে, ঘটনার অন্যতম মূল অভিযুক্ত জানে আলাম মোল্লা এখনও পর্যন্ত অধরা ।
শনিবার দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের পর থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । বিক্ষোভ দেখায় স্থানীয়রা । রবিবারও গোটা এলাকায় থমথমে পরিস্থিতি । কান্নায় ভেঙে পড়েছেন সিভিক পুলিশ বরুণ চক্রবর্তী ও মলয় মখালের পরিবারের লোকজন । তাঁরা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন । জানে আলমের কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে । কারখানার মধ্যে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা ।
জোড়া খুনের ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে এলাকাবাসী । তাঁরা চাইছেন মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হোক । ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত জানে আলাম মোল্লাকে গ্রেফতার না করা গেলে, তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ।
আরও পড়ুন, Magrahat news : সাতসকালে মগরাহাটে দুষ্কৃতী তাণ্ডব, দুই যুবককে গুলি করে খুন, প্রতিবাদে বিক্ষোভ
শনিবার মাগুরপুকুর পোল এলাকা থেকে বরুণ চক্রবর্তী এবং মলয় মাখাল নামে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় । জানা গিয়েছে, হাটে বেচা-কেনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে । স্থানীয়দের অভিযোগ, একদল দুষ্কৃতী প্রথমে হাটে ঢুকে তাণ্ডব চালায় । ওই হাটের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক পুলিশ বরুণ রায় এবং আর এক যুবক মলয় মাখালকে তারা ডেকে নিয়ে গিয়ে পাশের একটি দোকান বা কারখানায় আটকে রাখে । স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছুক্ষণ পর ওই বন্ধ দোকানের মধ্যে থেকে গুলি আওয়াজ পাওয়া যায় । পরে শাটার খুলে দোকানে ঢুকে স্থানীয় বাসিন্দরা দেখেন, গোটা মেঝে রক্তে ভেসে যাচ্ছে । পাশাপাশি, লুটিয়ে পড়ে আছেন দুই যুবক ।
এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । স্থানীয়রা বিক্ষোভ দেখায় । একটি দোকানে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ । পাশাপাশি, রাস্তার উপর থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা । ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । কিন্তু কেন দুই যুবককে টার্গেট করা হল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় । তদন্ত করছে পুলিশ ।