আদালত চত্বরে তাঁকে হাঁটতে দেখা গিয়েছিল, যা দেখে অনেক প্রশ্ন উঠেছিল। সিআইডি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পর্যন্তও সেই ঔদ্ধত্য বজায় ছিল। সিআইডির হেফাজতে তদন্তকারী অফিসারদের প্রশ্নের জবাবেও ভেঙে পড়েননি।
তবে সিআইডি সূত্রের দাবি, অবিরাম প্রশ্নের মুখে শুক্রবার সকালের পর থেকে ধীরে ধীরে ভাঙতে শুরু করেছেন তিনি। সিআইডির পোড় খাওয়া তদন্তকারীদের একের পর এক প্রশ্নবাণ আসার পরই বিধ্বস্ত হতে শুরু করে শাহজাহান শেখের চোখ-মুখ।
আরও পড়ুন: বেলা বাড়লেই গরম, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে দমকা হাওয়া
পুলিশের একাংশের মতে, শাহজাহান ভেবেছিলেন দল পাশে থাকবে। নেতা-নেত্রীর হাত থাকবে তাঁর মাথায়। কিন্তু সিআইডি কর্তাদের আচরণ বোঝার পরই শাহজাহান ভেঙে পড়েন। ইডি অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল। সূত্রের খবর, সিআইডি ইডির সেই কর্তাকেও রবিবার তলব করেছে। তাঁর বয়ানও রেকর্ড করতে চায় সিআইডি।