সেপটিক ট্যাঙ্ক থেকে কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য নরেন্দ্রপুরে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনও মহিলার কঙ্কাল। শুধু কঙ্কালই নয়, মহিলাদের পোশাকও উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনার খবর পেতেই এলাকায় যায় নরেন্দ্রপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার জগদীশপুরের সঞ্জিত সরকারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে এসে ওই কঙ্কালের হদিশ পায় সাফাইকর্মীরা। এলাকাবাসীর অভিযোগ, আগের বাড়িওয়ালা থাকাকালীন ওই বাড়ি থেকেই এক মহিলা নিখোঁজ হয়ে যান। তা নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় বলেও দাবি এলাকাবাসীর।
বাড়ি কেনার পর দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না হওয়ায় সাফাইকর্মীকে খবর দেন সঞ্জিত। সাফাইকর্মী এসে ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে আসে কঙ্কাল। সঞ্জিতের পাশাপাশি, আগের বাড়িওয়ালাদের সম্পর্কেও খোঁজ নিতে শুরু করেছে নরেন্দ্রপুর থানা।