জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে আদালত চত্ত্বরে 'চোর চোর' রব। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ফাঁসি চেয়ে স্লোগানও শোনা গেল।
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তোলার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আনতেই তাঁকে ঘিরে উঠল ‘চোর চোর’ স্লোগান। এলাকায় জমায়েত ক্ষুব্ধ জনতাকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ফাঁসি চেয়ে স্লোগান দিতেও শোনা গিয়েছে। তবে আদালতে ভিড় করা জনতাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার নিয়োগ মামলার পার্থ-সহ সাত জনের শুনানি ছিল আদালতে। তবে জেল থেকে আলাদা একটি গাড়িতে আনা হয় পার্থকে। গাড়ি থেকে তিনি নামতেই তাঁকে ঘিরে শুরু হয় স্লোগান। এর আগেও পার্থের বিরুদ্ধে আদালত চত্বরে ‘চোর’ স্লোগান দেওয়া হয়েছে। এমনকি পার্থকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয়েছে।