রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান। সোমবার নিয়োগ দুর্নীতি কান্ডে আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হয় তাঁকে। আদালত চত্বরেই পার্থ চট্টোপাধ্য়ায়ের দিকে আঙুল তুলে ছড়া কেটে বলা হয়, "এই পার্থ, কত খেলি?" স্লোগানে আরও অনেক বাক্যও ছিল।
যারা স্লোগান দিয়েছেন, তাঁদের মধ্যে এক প্রবীণ জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি সাধারণ মানুষ। কসবা বিধানসভা এলাকার বাসিন্দা। নিয়োগ দুর্নীতিকাণ্ডের এত টাকা কোথায় গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর পার্থকে যখন গাড়িতে তোলা হয়, তখন এক ব্যক্তি ছুটে এসে বলেন, "এই পার্থ, কত খেলি? কালীঘাটে কত পাঠালি।" এই নিয়ে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি পার্থ চট্টোপাধ্যায়। একবার দেখে নিয়ে গাড়িতে বসে পড়েন তিনি।
গত ২৩ মার্চও পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে স্লোগান ওঠে। এর আগেও আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। ।