জীবনের বড় পরীক্ষার ফলাফল প্রকাশ। জলপাইগুড়ির স্মরণের বাড়িতে আজ খুশির আমেজ। রাজ্যে সপ্তম স্থান দখল করেছে সে। এদিন সোশ্যাল মিডিয়ায় সে জানতে পারে তাঁর সাফল্যের কথা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার বৈরাতীগুড়ি হাই স্কুলের ছাত্র স্মরণ। ছোট থেকে মেধাবী। স্মরণের বাবা গহনা শিল্পী। ধূপগুড়ি শহরের ১১ নং ওয়ার্ড সুকান্তপল্লীর বাসিন্দা। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই স্মরণের সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। স্মরণের হবি ক্যুইজ।
Madhyamik 2023 Result: মাধ্যমিকের মেধাতালিকার শীর্ষে কাটোয়ার দেবদত্তা, প্রথম দশে নেই কলকাতা
এদিকে, একই আনন্দের ভাগিদার সিউড়ির সৌমি দে। সেও রাজ্যের মেধাতালিকায় সপ্তম স্থানাধিকারী। তাঁর বাবা পেশায় শিক্ষক। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সৌমি। উচ্চ শিক্ষা বিজ্ঞান নিয়েই সারতে চায় সৌমি।
Madhyamik-Debdutta Majhi: অবসরে বেহালা বাজায়, চোখে আইআইটি-র স্বপ্ন মাধ্যমিকের প্রথম দেবদত্তার
মাধ্যমিকের প্রথম দশে রয়েছেন ১১৮ জন পরীক্ষার্থী। মেধাতালিকার সবচেয়ে বেশি পড়ুয়া মালদা জেলার। প্রথম দশে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই। এবছর পাশের হার ৮৬ শতাংশ।