'পার্টি আসা চলবে না।' রীতিমতো এই ভাষাতেই রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। রবিবার জাঙ্গীপাড়ায় আসা কংগ্রেস প্রতিনিধি দলকে রাধানগরে ঢুকতে দিলেন না এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এই নৃশংস ঘটনার সময় কোথায় ছিল বিভিন্ন রাজনৈতিক দল। তাহলে কেন তাঁরা এই সময় এসে সহানুভূতি দেখাবে, সে প্রশ্নও তোলেন স্থানীয়রা।
দশমীর দিন ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় জাঙ্গীপাড়ার নাবালিকা। শনিবার স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন স্থানীয়রা, তাঁদের দাবি, স্নিফার ডগ এনে তদন্ত করতে হবে। দোষীদের শাস্তির দাবিতেও সরব হন মহিলা-পুরুষ নির্বিশেষে এলাকার মানুষ।
আরও পড়ুন- Ayan Mondal Murder: ত্রিকোণ প্রেমই কাল হল? তীব্র আক্রোশের জেরেই খুন অয়ন, সন্দেহ পুলিশের
পরিবারের দাবি, দশমীর রাতে ভাই-বোনদের সঙ্গে ঠাকুর দেখতে যায় ওই নাবালিকা। কিছুক্ষণ পর ভাই-বোন ফিরে এলেও বাড়ি ফেরেনি ওই নাবালিকা। মেয়েকে না পেয়ে জাঙ্গীপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তবে নাবালিকার পরিবারের অভিযোগ, তখন তাঁদের কোনও সহযোগিতা করেনি পুলিশ-প্রশাসন। লক্ষ্মীপুজোর দিন ঘরের লক্ষ্মীকে হারিয়ে এখন একরাশ কান্না বুকে বিচার চাইছে নাবালিকার পরিবার।