সরস্বতী পুজোর দিন ফের তুষারপাত (Snowfall) উত্তরবঙ্গে (North Bengal)। দার্জিলিং (Derjeeling) ও কার্শিয়াংয়ের (Kurseong) পর তুষারের শীতল চাদরে মুখ ঢাকল কালিম্পং। ঋশপ ও লাভাতে তুষারপাতের ছবি ধরা পড়েছে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে গোটা উত্তরবঙ্গে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গে শনিবার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামবে। হতে পারে তুষারপাত। শনিবার সকাল থেকে কালিম্পং জেলার বিভিন্ন এলাকায় তুষারপাত হয়েছে। শুক্রবার দার্জিলিংয়েও তুষারপাত হয়েছে। ঘুম, চটকপুর, কার্শিয়াংয়ের বিস্তীর্ণ অঞ্চল সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে।
আরও পড়ুন: দক্ষিণে মেঘ-মুক্তি, সরস্বতী পুজোতে উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টি
২০ বছর পর রেকর্ড তুষারপাত হল উত্তরবঙ্গে। টাইগার হিল, সান্দাকফু, ঘুম, কালিম্পং এবং কার্শিয়াংয়ে সাম্প্রতিক কালে এত তুষারপাত দেখা যায়নি বলে দাবি পাহাড়বাসীর।