প্রতিপদ তিথিতে পরিবেশ রক্ষার এক অভিনব উদ্যোগ নিলেন হাওড়ার এক সামাজিক সংগঠন 'রেণু'-এর সদস্যরা। এদিন ভাইয়ের দীর্ঘায়ু কামনায় গাছের গায়ে ফোঁটা দিলেন দিদি ও বোনেরা। গাছকে মানবমূর্তি কল্পনার মাধ্যমে এই উদ্যোগে পরিবেশ সংরক্ষণের নয়া বার্তা ছড়িয়ে পড়বে বলেই মত সংগঠনের সদস্যদের।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই হাওড়ার তেলকল ঘাটের কাছে গাছের গায়ে মানুষের প্রতিকৃতি এঁকে তাতে ফোঁটা দেন অসংখ্য মানুষ। পরিবেশে গাছের উপস্থিতি ও তার অবদানকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার করতেই তাঁদের এই অনুষ্ঠান বলে জানান উদ্যোক্তারা।
পরিবেশবিদ সুভাষ দত্তের কথায়, গাছ মানুষের পরম বন্ধু-এই বার্তা পৌঁছাতেই তাঁদের এই অনুষ্ঠান। উন্নয়নের নামে কোনওভাবে গাছ কাটা উচিত নয় বলেও বার্তা দেন তিনি। এভাবে নির্বিচারে পরিবেশকে হত্যা করলে আগামী প্রজন্মের কাছে সকলকে জবাদিহি করতে হবে বলেও সতর্ক করেন এই বর্ষীয়ান পরিবেশবিদ।