গত সপ্তাহেই অমরনাথ (Amarnath ) ভ্রমণে গিয়েছিলেন সোদপুরের (Sodpure family) দে পরিবার। প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ পরিবারের সকলেই।
সোদপুর উত্তর নাটগরের বাসিন্দা পেশায় ব্যাঙ্ককর্মী নারায়ণ চন্দ্র দে স্ত্রী রুমা দে ও ছেলে সাগর দে কে নিয়ে অমরনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয়, ৪ জুলাই। - পরিবারের সাথে শেষ কথা হয়েছিল,আর ৮ ই জুলাই। এই ঘটনা ঘটার পর থেকে ওই পরিবারের সাথে কোন রকম যোগাযোগ করতে পারছেন না সোদপুরে তার পরিবারের সদস্যরা। উৎকণ্ঠায় উদ্বেগে দিন কাটছে তাঁদের। ইতিমধ্যে পরিবারের তরফে তিনজনের নামে ঘোলা থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছে।
Body returns from Amarnath : বারুইপুরের বর্ষা ভেসে গেলেন বৃষ্টিতে, অমরনাথ থেকে দেহ এল কলকাতায়
অন্যদিকে আজই কলকাতায় এসে পৌঁছেছে অমরনাথে বৃষ্টির তোড়ে ভেসে যাওয়া তরুণী বর্ষা মুহুরির মৃতদেহ।