৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা সোদপুরের কিশোরীর। অভিযোগ, সোদপুরের পিয়ারলেস নগরের এক আবাসনের ৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নবম শ্রেণির ওই ছাত্রী। সে ইউটিউবারও। অভিযোগ, মা-বাবাকে ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে আবাসনের ছাদে চলে যায় সে। সেখান থেকেই ঝাঁপ মারে। ঘটনাটি ঘটেছে সোমবার। এই ঘটনায় কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
ওই আবাসনে পরিবারটি নতুন এসেছে বলে জানান আবাসনের অন্যান্য বাসিন্দারা। পরিবারটির সঙ্গে তেমনভাবে কথাবার্তাও ছিল না অন্যান্য বাসিন্দাদের।
আবাসনের আহ্বায়ক চঞ্চল মিত্র বলেন, 'ওই পরিবারটি নতুন এখানে। শুনেছি মেয়েটি পড়াশোনা করে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানায়, ছবি তোলে। ওদের সঙ্গে খুব একটা পরিচয় হয়নি। ওরাও নিজেদের মতোই থাকত। আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। যে ঘটনা ঘটল, তাতে আমরা আশঙ্কিত'।