নিউটাউনের রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন চাইতে বারাসত আদালতে গেলেন হুগলির চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আদালত সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। যদিও এবিষয়ে সোহম কোনও মন্তব্য করতে চাননি। সংবাদমাধ্য়মের সামনে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি বিচারাধীন। সেকারণে তাঁর আইনজীবীই এই বিষয়ে যা বলার বলবেন।
শ্যুটিং করতে নিউটাউনের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। অভিযোগ, সেখানে গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসা শুরু হয়। এমনকি গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। ঘটনার একটি CCTV ফুটেজও ভাইরাল হয়।
Read More- হাইকোর্টে গড়াল সোহম কাণ্ড, বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের রেস্তরাঁ মালিকের
এই ঘটনার পরিপ্রেক্ষিতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন রেস্তরাঁ মালিক আনিসুল আলম। এমনকি কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।