বনি সেনগুপ্তের পর এবার সোমা চক্রবর্তী। ইডির নির্দেশ মতো কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন সোমা। ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল ঘোষের মোট ১০ টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। টাকা ফিরিয়ে দিয়ে এবার মুখ খুললেন সোমা। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘ওটা আমার একটা লোন অ্যাকাউন্ট। ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকাই ঋণ হিসাবে নিয়েছিলাম। সেটা কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ফিরিয়ে দিলাম।’’ ইডির বেঁধে দেওয়া নির্ধারিত সময়েই অনলাইনে বকেয়া ফেরালেন সোমা।
Kuntal Ghosh-Tollywood: কুন্তলের টলি যোগ, একে একে তারকাদের ডাকা হবে, আদালতে জানিয়ে দিল ইডি
ইডি সূত্রে খবর, সোমা জানিয়েছেন ব্যবসার জন্য তাঁকে ঋণ দিয়েছিলেন কুন্তল। যদিও যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেছেন, তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনেন না।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২০ সাল থেকে সোমা চক্রবর্তী নামক ওই মহিলার সঙ্গে বেশ কয়েকবার আর্থিক লেনদেন চালান কুন্তল। কুন্তল ধাপে ধাপে প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও জানিয়েছে ইডি।