কুন্তলের (Kuntal Ghosh) সঙ্গে পরিচয় না হলেই ভাল হত। এমনকি ইডি নির্দেশ দিলে পুরো টাকাটাই ফেরত দিতে রাজি তিনি। রবিবার এমনটাই জানালেন এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ধৃত কুন্তল ঘোষের বান্ধবী সোমা চক্রবর্তী।
সোমার কথায়, তাঁর ব্যবসায় টাকার দরকার ছিল। তাঁর পরিশ্রম দেখে কুন্তল তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু তিনি জানেন না কুন্তল ওই টাকা কোথা থেকে পেয়েছিল। একই সঙ্গে সোমা জানান, তিনি যে ফ্ল্যাটে থাকেন তাঁর লোন ১ কোটি টাকা, গাড়ির লোন ৩০ লক্ষ টাকা। তাই ৫০ লক্ষ টাকাকে এভাবে দেখার কারণ নেই। ইডির নির্দেশ দিলেই টাকা ফেরত দেবেন বলেই জানিয়েছেন সোমা চক্রবর্তী।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষর ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে সোমা চক্রবর্তীর কাছে বেশ কয়েকদফায় টাকা লেনদেন হয়েছে। সেই নথিও হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন - 'ওয়াশিং পাওডার', হায়দরাবাদে বিআরএসের অভিনব প্রচারে শুভেন্দু অধিকারীর নাম
বিষয়টি খতিয়ে দেখতে ডেকে পাঠানো হয় সোমা চক্রবর্তীকে। নিয়োগ মামলায় ধৃত কুন্তল এর আগে দাবি করেন তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনেন না। তবে তদন্তকারীদের কাছে স্বীকার করে নিয়েছিলেন সোমা তাঁর পরিচিত। ইডি সূত্রে জানা গিয়েছে. ২০১৯ সাল থেকে সোমার সঙ্গে পরিচয় আছে কুন্তলের।