রবিবার , ২৪ ডিসেম্বর রয়েছে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি । কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই কর্মসূচি । উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর কন্ঠেও শোনা যাবে গীতার স্লোক । জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গীতার পাঁচটি অধ্যায়ের ২৩৭টি শ্লোক সমবেত কণ্ঠে পাঠ করা হবে । তবে, এবার জানা গেল, তাতেও কাঁটছাট করা হতে পারে । প্রধানমন্ত্রীর দফতর থেকে মোদীর সফর সূচি অনুযায়ী, গীতাপাঠ কর্মসূচিতে বেশ কিছু বদল আনা হতে পারে ।
ব্রিগেড ময়দানে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টাদশ অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আয়োজকের তরফে । তবে, সম্প্রতি জানা গেল, অষ্টাদশ অধ্যায় কর্মসূচি থেকে বাদ দেওয়া হবে । তাই মোট ২৩৭টি শ্লোকের পরিবর্তে ১৫৯টি শ্লোক পাঠ করা হবে । ৭৮টি শ্লোক বাদ দেওয়া হচ্ছে । কেন কর্মসূচিতে বদল আনা হচ্ছে, তার কারণ হিসেবে জানা গিয়েছে, ওইদিন মোদী মঞ্চে আসবেন সাড়ে ১১টা নাগাদ । গীতার পঞ্চদশ অধ্যায়ের পাঠে অংশ নেবেন তিনি । তারপর সেখান থেকে চলে যাবেন । সব মিলিয়ে এক ঘণ্টা থাকবেন তিনি । আয়োজকরা মনে করছেন, মোদীর বক্তৃতার পরে সকলেই চলে যেতে চাইবেন । সে কারণেই শেষ অধ্যায়টি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, সবটাই এখন আলোচনার পর্যায়ে রয়েছে । তবে, পুরনো কর্মসূচি ধরেই তাঁরা তৈরি থাকছেন । প্রয়োজনে তা বদল করতে হবে । ইতিমধ্যেই পাঁচটি অধ্যায় ছেপে এক লক্ষ গীতা তৈরি করে রাখা হয়েছে বলে খবর ।