হাওড়া-বর্ধমান শাখায় কার্যত স্তব্ধ হতে চলেছে লোকাল ট্রেন চলাচল । আপ-ডাউন মিলিয়ে একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Train Cancelled) করা হয়েছে । হাওড়া-বর্ধমানের (Howrah-Bardhaman) মেন এবং কর্ড লাইন হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন (Local Train) চলবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। প্রায় ১০ দিন ধরে এই দুর্ভোগ চলবে বলে জানা গিয়েছে ।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজ চলছে। ৩ সেপ্টেম্বর থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে । ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কাজ চলবে । প্রি-নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইন, মেন লাইন এবং রিভার্স লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে । এদিকে, ট্রেন বাতিলের খবরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা । শনিবার অর্ধদিবস ছুটি ও রবিবার ছুটির দিন হওয়ায় দুর্ভোগ কম হয়েছে ঠিকই । কিন্তু, সপ্তাহের প্রথম দিন,সোমবার কম ট্রেন চললে কী পরিস্থিতি হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে ।
আরও পড়ুন, Durga Puja Special Trains : পুজোয় উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান ? পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
কর্ড লাইনে বেশিরভাগ ট্রেন এখন হাওড়া থেকে ছেড়ে মশাগ্রাম অবধি যাচ্ছে । অন্যদিকে,মেইন লাইনে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যাচ্ছে বেশিরভাগ ট্রেন। তবে বেশকিছু ট্রেন হাওড়া থেকে বর্ধমান পুরো যাত্রাপথই যাচ্ছে ।
এছাড়া, বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । বাকি সমস্ত লোকাল ট্রেনই বাতিল বলে জানা গিয়েছে ।