ওড়িশা দুর্ঘটনায় বাংলার মৃত্যু মিছিল অব্যাহত। ভয়াবহ এই দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩০ জনের, আহত শতাধিক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর এলাকায় তিনি পৌঁছতেই, তাঁকে একদল ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ।
Mamata Banerjee: কটক থেকে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, হাসপাতালে কথা বললেন আহতদের সঙ্গে
তাঁর সামনেই হাতাহাতি শুরু হয় বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হন একজন আইএসএফ কর্মী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে পুলিশের সহায়তায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন ভাঙড়ের বিধায়ক। মৃত ব্যক্তিদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন তিনি।