জাতীয় শিক্ষানীতি চালু হল রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে আগামী শিক্ষাবর্য থেকে এই নতুন নীতি কার্যকর হচ্ছে। ইতিমধ্যেই ওই সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোন কোন বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে?
জানা গিয়েছে, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতার মতো একাধিক স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলি চালু করতে চলেছে এই জাতীয় শিক্ষানীতি। এই নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরের পড়াশোনা হবে ৪ বছরের। তিন বছর পড়াশোনা করার পর এমএ-র জন্য দুবছর পড়া যাবে। আবার চার বছরের স্নাতক কোর্সের পর চাইলে সরাসরি পিএইচডিও করতে পারবেন শিক্ষার্থীরা।