বৃদ্ধা মাকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) বালুরঘাটে।
শনিবার শহরের বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। ছেলে ও পূত্রবধূকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মায়ের ভরণ-পোষণ না করতে হয়, তাই এই খুন।
আরও পড়ুন: Anish Khan: আনিস খানের বাড়িতে গেলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী
মৃতার নাম সুভদ্রা রায়। বয়স ৭৮। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই মা সুভদ্রার উপর অত্যাচার চালাতেন ছেলে গোপাল রায় ও তাঁর স্ত্রী শিল্পী রায়। অভিযোগ, শুক্রবার রাতেই মা-কে পুড়িয়ে মারেন গোপাল এবং শিল্পী। তার পর দগ্ধ দেহ রাস্তায় ফেলে রেখে আসেন তাঁরা। সকালে ঘটনাটি জানাজানি হতেই ছুটে আসেন প্রতিবেশীরা।
এলাকায় বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াতেই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন গোপাল ও শিল্পী। সেই সময় তাঁদের ধরে ফেলে থানায় খবর দেন প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।