আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। দেশ, বিদেশ থেকে ইতিমধ্যেই বহু অনুরাগীরা পাড়ি দিয়েছেন অযোধ্যার পথে। এবার গোবরডাঙা থেকে সুদূর অযোধ্যায় প্রায় ১০০০ কিমি পথ এক পায়েই পাড়ি দিলেন বছর ২২ এর যুবক সৌমিক গোলদার। লাঠির উপর ভর করে এক পায়ে সাইকেল চালিয়ে তিনি অযোধ্যা যাচ্ছেন।
দুর্ঘটনায় একটি পা বাদ পড়ে তাঁর, এর আগে ক্যান্সারের মোকাবিলাও করেছেন তিনি। ছেলের জেদের কাছে নত হতে হয়েছে পরিবারকেও। ঐতিহাসিক মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে নাছড়বান্দা গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র সৌমিক।
তাঁকে সহায়তা করতে এক বন্ধুও যাবেন সঙ্গে। গোবরডাঙ্গা হাবরা হয়ে কল্যাণী দুর্গাপুর আসানসোল দিয়ে যাত্রা করে ঝাড়খণ্ড বিহার হয়ে গন্তব্যে পৌঁছনোর পরিকল্পনা সৌমিকের ১১ দিনের এই যাত্রায় প্রতিদিন প্রায় ৮০-৯০ কিমি করে সাইকেল চালাতে হবে তাঁকে।