প্রচার তখন মধ্যগগনে। বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বসে পড়লেন প্লাস্টিকের চেয়ারে৷ সামনে বেঞ্চ। তাতে খবরের কাগজ পাতা। তার উপরে বসেছে তাসের আসর। হাতে কাগজের কাপে চা নিয়ে সৌমিত্রও খানিকক্ষণ তাস খেললেন। সেই সঙ্গে স্থানীয়দের সঙ্গে দিব্যি আড্ডাও দিলেন বিদায়ী সাংসদ। কথার ফাঁকে বিভিন্ন প্রতিশ্রুতির কথাও জানিয়ে রাখলেন।
তাস খেলে, চা খেয়ে ফের প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছেন সৌমিত্র। একজন প্রবীণ ব্যক্তির সাইকেল ধরে কথা বলছেন। হঠাৎ পাশ থেকে একজন বলে উঠলেন, "আমার একবার সংসদ ভবনটা দেখার খুব ইচ্ছে.."। বিজেপি প্রার্থী বললেন, " এতদিন বললে না, এখন বলছ..."
বিষ্ণুপুরে সৌমিত্রর লড়াই এবার কঠিন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। যিনি সৌমিত্রেরই প্রাক্তন স্ত্রী। কড়া চ্যালেঞ্জ সামলাতে চা থেকে তাস- কোনও আসরে বসতেই বাকি রাখছেন না সৌমিত্র।