সব ঠিকঠাকই চলছিল। কিন্তু শুক্রবার সকালটা যে এভাবে তছনছ করে দেবে তা স্বপ্নেও ভাবেনি কেউ। সামনেই ২৫ অগাস্ট। সৌরনীলের জন্মদিন। সেদিন বাবা-মায়ের সঙ্গে প্রিন্সেপ ঘাটে যাওয়ার বায়না ধরেছিল। সেই মতো প্ল্যানও হয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ।
শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। বাবার সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল সে। সেসময় একটি মাটি বোঝাই লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের।
Read More- বেহালার ঘটনায় রিপোর্ট তলব নবান্নের, কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, জন্মদিনে প্রিন্সেপ ঘাটে যাওয়ার প্ল্যান ছিল তার। সেই মতো সবকিছু পরিকল্পনা করেছিল সৌরনীলের বাবা মা। এই ঘটনার পর ব্যাপক বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।