আর জি কর কাণ্ডের এক মাস পার হয়ে গিয়েছে । বিচারের দাবিতে এখনও পথে কলকাতা । সাধারণ মানুষ থেকে তারকা...হাতে হাত মিলিয়ে মিছিলে হাঁটছেন । সকলের প্রতিবাদের স্বর এক, জাস্টিস ফর আর জি কর । প্রতিবাদে সামিল হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি করেছেন মহারাজও । আবারও একবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুললেন সৌরভ । নজিরবিহীন শাস্তির দাবি করেছেন তিনি । উল্লেখ্য,আর জি কর কাণ্ডের একেবারে প্রথম দিকে সৌরভের একটি মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে । সেইসময় আর জি কর নিয়ে ‘বিচ্ছিন্ন ঘটনা’, ‘দুর্ঘটনা’-র মতো শব্দ ব্যবহার করেন । সেইসময় সাধারণ মানুষের কটাক্ষের শিকার হতে হয় সৌরভকে । যদিও পরে সৌরভ দাবি করেন, তাঁর মন্তব্যের ভূল ব্যাখ্যা করা হচ্ছে ।
সম্প্রতি, শহরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দাদা । সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর জি কর প্রসঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সৌরভ । ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, "দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ তৈরি হয় । অরাজনৈতিক মানুষরা যে ভাবে রাস্তায় নেমেছেন, চাই মেয়েটি যেন সুবিচার পায়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু,সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা দেখার মতো। যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। "
সৌরভের বিতর্কিত মন্তব্য
সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছিলেন, পুরো ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক । ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ। পাশাপাশি তাঁর বক্তব্য ছিল, একটা ঘটনা দিয়ে সবকিছুকে বিচার করা উচিত নয়। সৌরভের এই মন্তব্যের পরেই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ।
পরে কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, তিনি যা মন্তব্য করেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে । পাশাপাশি পুরো ঘটনার নিন্দা করেন তিনি। তাঁর বক্তব্য, CBI এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। খুব দ্রুত দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া উচিত । ডোনা-র যুক্তি ছিল,১৪ অগস্ট পথে নামার ভাবনা ছিল তাঁদের । কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়েছিল। বমি করছিল । তাই আর তাঁদের পথে নামা হয়নি ।
পরে অবশ্য পথে নেমেছিলেন ডোনা ও সানা । মিছিলে হাঁটেন সৌরভের স্ত্রী ও কন্যা । মিছিল শেষে নির্যাতিতার ছবির সামনে মোমবাতি জ্বালাতে দেখা গিয়েছিল সৌরভকেও