আর জি কর কাণ্ডে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এমনই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ওই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এবং একইসঙ্গে অভিযুক্তদের কড়া শাস্তিরও দাবি তোলেন।
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় গত রবিবার প্রতিক্রিয়া দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেসময় তিনি মন্তব্য করেছিলেন, পুরো ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ। পাশাপাশি তাঁর বক্তব্য ছিল একটা ঘটনা দিয়ে সবকিছুকে বিচার করা উচিত নয়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। এরপর শনিবার কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তাঁকে ফের আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
জবাবে সৌরভ বলেন, গত রবিবার তিনি যা মন্তব্য করেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি এদিনও পুরো ঘটনার নিন্দা করেন তিনি। তাঁর বক্তব্য, CBI এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। খুব দ্রুত দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া উচিত।
শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি গত রবিবার এই বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু আমি জানি না কীভাবে এটার ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা। বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে CBI-পুলিশ। আশা করছি CBI দোষীদের খুঁজে বার করবে, এবং দোষীদের কড়া শাস্তি দেওয়া উচিত।"