প্রায় ৬ দিন পর পরিবহনমন্ত্রীর আশ্বাসে উঠল বাস ধর্মঘট। জানা গিয়েছে, মঙ্গলবার কর্মীদের দাবিদাওয়ার একটি মেনে নেওয়ার পর মন্ত্রীর কথা মেনে কর্মবিরতি তুলে নেন ঠিকা শ্রমিকরা। উল্লেখ্য, শুক্রবার থেকে ধর্মঘটে সামিল হন শ্রমিকরা। যার জেরে রাজ্যজুড়ে অচল হয়ে পড়ে সরকারি বাস পরিষেবা।
ঠিকা শ্রমিকদের দাবি, পরিবহন মন্ত্রী তাঁদের একটি দাবি মেনে নিয়েছেন। অন্য একটি দাবি নিয়েও আলোচনার আশ্বাস দিয়েছে। ফলে, তাঁর প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাস ধর্মঘট প্রত্যাহার করা হল বলেই জানান আন্দোলনকারীরা। আপাতত লক্ষীপুজো পর্যন্ত বাস পরিষেবা স্বাভাবিক হল বলেই খবর।
আরও পড়ুন- Howrah News: রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়, তিনদিন ধরে মায়ের পচগলা দেহ আগলে মেয়ে
২০১৩ সাল থেকে কর্মরত ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দেয় এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা। হলদিয়া-বর্ধমান-দিঘা-সিউড়ি সহ প্রায় ২০টি ডিপোতে ধর্মঘটের জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।