নির্বাচনী প্রচারে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুললেন কলকাতা দক্ষিণের CPIM প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর অভিযোগ, ১৪৪ ধারা জারির অজুহাত দেখিয়ে হরিশ মুখার্জি রোডে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তাঁদের। এনিয়ে কালীঘাট থানার পুলিশের সঙ্গে বচসা হয়। যদিও পুলিশের তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কী অভিযোগ?
এবিষয়ে শায়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ প্রচার করছিলেন তিনি। কিন্তু হরিশ মুখার্জি রোডে তাঁদের প্রচার করতে বাধা দেওয়া হয়। প্রশ্ন তোলেন কেন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে? এদিকে ওই এলাকাতেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেকারণে এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতর।
অন্যদিকে পুলিশের দাবি, ওই এলাকায় নির্বাচনী প্রচারের জন্য কোনও অনুমতি ছিল না। বিনা অনুমতিতে কোনও প্রচার করতে দেওয়া সম্ভব নয়।