রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে মঙ্গলবার বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে এসে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন তিনি । বিধানসভাতেই সাংবাদিক বৈঠক করে ফের রাজ্যের আইন-শৃঙ্খলা, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন । এদিকে, রাজ্যপালের মন্তব্যের পরই পাল্টা সরব হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, " আমি অবাক হয়ে গেলাম, রাজ্যপাল বি আর আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পর পাশাপাশি বিধানসভা সংক্রান্ত অনেক সমালোচনামূলক কথা বলে গিয়েছেন । এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ বলে আমি মনে করি । " রাজ্যপালে বিরুদ্ধে তোপ দেগে বলেন, "সাংবাদিক বৈঠক করতে গেলে রাজভবনে করতে পারতেন । আগে এই ধরনের মন্তব্য কোনও রাজ্যপাল করেননি । উনি কী চাইছেন বুঝতে পারছি না । কার মুখপাত্র হয়ে কাজ করছেন সেটাও বোঝা গেল না ।"
আরও পড়ুন, Bjp Jayprakash-Ritesh : বিজেপি থেকে এবার সাময়িক বরখাস্ত জয়প্রকাশ, রীতেশ
এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, "বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই । গণতন্ত্রে ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ । বাংলায় গণতন্ত্র বিপদের মুখে । ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) সেই ঘটনার প্রমাণ ।" আগের সুর টেনেই তিনি বললেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে । তাঁর হুঁশিয়ারি, “রাজ্য সরকারি আধিকারিকরা সাংবিধানিক মর্যাদা ভুলে গিয়েছেন । রাজভবন কী করতে পারে তা জানা নেই সরকারি অফিসারদের ।" এমনকী তিনি জানিয়ে দেন, রাজ্যপালকে অন্ধকারে রেখে অধ্যক্ষ কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
রাজভবনের বিরুদ্ধে ফাইল আটকে রাখার যে অভিযোগ উঠেছে, তা খারিজ করেছেন রাজ্যপাল । তাঁর দাবি, তাঁর সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে।