কেকে-র (KK Death) মৃত্যুর পর নজরুল মঞ্চে (Nazrul Manch) জলসার ব্যবস্থাপনায় বড় রদবদল। জলসা চলাকালীন সেখানে অ্যাম্বুল্যান্স রাখা থাকবে এবং থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে চিকিৎসায় শুরু হতে কোনও দেরি না হয়, তার জন্য এলাকার হাসপাতালগুলিকেও আগে থেকে প্রস্তুত থাকতে বলা হবে।
গত মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক কেকে। পরে তিনি হোটেলে মারা যান। সেই ঘটনার পর শুক্রবার ফের নজরুল মঞ্চে কলেজ ফেস্টের আসর বসছে। সেখানে গান গাইবেন অনুপম রায়। অনুপমের অনুষ্ঠানে কী কী সতর্কতামূলক ব্যবস্থা থাকছে তা নিয়ে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠক করেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। সূত্রের খবর, মঞ্চে অনুষ্ঠান চলাকালীন দু’টি অ্যাম্বুল্যান্স থাকবে একটি ভিতরে এবং একটি বাইরে। এ ছাড়া থাকবেন দু’জন চিকিৎসক, তাঁদের মধ্যে একজন জেনারেল মেডিসিনের অন্যজন হৃদ্রোগ বিশেষজ্ঞ। মঞ্চে বাতাস চলাচলে যাতে সমস্যা না হয় সেজন্য থাকবে ছ’টি পোর্টেবল এসি বা স্ট্যান্ড ফ্যান বা কুলার। মঞ্চে তারকার কাছে যাতে কোনও দর্শক পৌঁছতে না পারেন, সে জন্য বাউন্সারদের একটি দল থাকবে মঞ্চের কাছেই। অনুষ্ঠানস্থলের ভিতরে একটি পাসে একজনের বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না।
কেকে-র অনুষ্ঠানে দিন নজরুল মঞ্চে মোট আসনের থেকে অনেক বেশি দর্শক ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, অনুপমের ব্যান্ডের তরফেও গায়কের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। এমনকি মঞ্চের সামনে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে আয়োজকদের।
উল্লেখ্য, ২৪৮২টি আসন রয়েছে নজরুল মঞ্চে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনুপমের অনুষ্ঠানে মোট ১৫০০ দর্শক থাকবেন। এছাড়া কলেজের তরফে ১৫ জন বাউন্সার, বেসরকারি সংস্থার একাধিক নিরাপত্তারক্ষী, ৮০ জন স্বেচ্ছাসেবী এবং গোটা বিষয়টির উপর নজর রাখতে ২৫ জন শিক্ষক উপস্থিত থাকবেন।