বাঘ চিকিৎসার হাসপাতাল তৈরি হচ্ছে রাজ্যে। রাজ্য সরকারের উদ্যোগে ঝড়খালিতে ওই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। চিকিৎসার পরিকাঠামো গড়ে তুলতে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে আসার ব্যবস্থা করা হবে। নাম দেওয়া হয়েছে টাইগার রেফারেল সুপার স্পেশালিটি হাসপাতাল।
জানা গিয়েছে, ঝড়খালি, বাসন্তী, সজনেখালি সহ সুন্দরবনের একাধিক জায়গায় এখনও শিকারিরা সক্রিয়। তাদের আঘাতে গুরুতর আহত হয় অনেক বাঘ । এছাড়াও নিজেদের মধ্যে লড়াই করার সময়ও অনেক বাঘ আক্রান্ত হয়। কিন্তু সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় তাদের। বনদফতরও এবিষয়ে খুব একটা কার্যকরী পদক্ষেপ নিতে পারে না। সেকারণে এই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হাসপাতালে প্রথমে শুধুমাত্র বাঘেদের চিকিৎসা করা হবে। থাকবেন অভিজ্ঞ পশু চিকিৎসক এবং অত্যাধুনিক সরঞ্জাম।
বাঘের পাশাপাশি আগামীতে অন্য পশুদেরও চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হবে। তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুদের নিয়ে এসে ওই হাসপাতালে ভর্তিরও ব্যবস্থা থাকবে।
জানা গিয়েছে, এক্স-রে থেকে শুরু করে ইসিজি, অস্ত্রোপচার সহ সমস্ত রকম অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। থাকছে বিশেষ হাইড্রোলিক টেবিল। যার মাধ্যমে পশুদের শুয়ে চিকিৎসা করা যাবে।