এতদিন তাঁরা ছিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী-আমলা। গত কয়েকমাসেই আমূল বদলে গিয়েছে পরিস্থিতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধরা পড়ে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন কর্তা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা। ফলে অন্যান্যবার পুজো মন্ডপের ফিতে কাটলেও তাঁদের এবারের পুজো কাটবে জেলেই বসে। জানা গিয়েছে, পুজোর চারদিন এই হেভিওয়েট বন্দীদের কার্যত রসে-বশে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ।
জেল সূত্রে খবর, পুজোর চারদিন রীতিমতো এলাহি আয়োজন করা হবে জেলে। জেলবন্দীদের স্বাদ ফেরাতে চিকেনের বদলে ঠাঁই পেয়েছে মাটনের বিভিন্ন পদ। মাটন বিরিয়ানি-মাটন কষার পাশাপাশি থাকছে রুই-কাতলার বিপুল আয়োজন। অন্যদিকে থাকবে ফ্রায়েড রাইস-মটর পনির-আলুর দমের মতো পদ। কিন্তু অষ্টমীতে আমিষের ছোঁয়া এড়ানো এবং হেভিওয়েট বন্দীদের স্বাদকোরকে ভিন্ন স্বাদের ছোঁয়া দিতে খিচুড়ি-তরকারি-পায়েসের পাশাপাশি থাকছে পরোটা-লুচি-ঘুগনি। সঙ্গে থাকবে মিষ্টির বিভিন্ন পদ।
আরও পড়ুন- Manik Bhattacharya: খুঁজে পাওয়া গেল মানিক ভট্টাচার্যকে, সুপ্রিম কোর্টের শুনানি, দিল্লিতে আছেন তিনি
তবে জেল কর্তৃপক্ষের সাফাই, খাবারের এই বিপুল আয়োজন শুধু হেভিওয়েটদের জন্যই নয়। জেলবন্দীরাও মানুষ। পুজোর এই চারদিন তাই তাঁদের রসনাকে তৃপ্তি দিতেই স্বাদের এই বিপুল বাহারের চিন্তাভাবনা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের।