নবান্নে গিয়ে মুখ্যসচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা। বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তাঁরা। যদিও ঠিক কী কারণে ওই বৈঠক তা জানা যায়নি। এবং সেকারণে বৈঠক নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
কী নিয়ে আলোচনা
পঞ্চায়েতের নির্বাচনী হিংসা সংক্রান্ত খুঁটিনাটি রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। তারপরেই নবান্নে ওই বৈঠক অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সম্প্রতি অলোক সিনহাকে নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবারই রাজ্যে আসেন তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।