আরজি কর কাণ্ডের জেরে উত্তাল রাজ্যরাজনীতি। এর মধ্যেই মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল। এবার থেকে নারী সুরক্ষার জন্য লোকাল ট্রেনেই যোগ করা হল সিসিটিভি এবং 'টক ব্যাক' সুবিধা। শিয়ালদহ ডিভিশনে আগেই চালু হয়েছিল এই সুবিধা এবার এই সুবিধা চালু করা হল হাওড়া ডিভিশনে।
১২ কোচের নতুন এই রেকগুলির প্রতিটি কামরায় বসানো হয়েছে সিসিটিভি। চালক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন নিজের কেবিনে বসেই। এরই সঙ্গে থাকছে টক ব্যাক প্রযুক্তি। যাতে ট্রেনে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখুন হলে সরাসরি ওই যাত্রী চালকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
মহিলা যাত্রী সুরক্ষার জন্য কয়েক বছর আগেই নির্ভয়া তহবিলের টাকায় বিভিন্ন জোনের লোকাল ট্রেনের মহিলা কামরায় সিসিটিভি এবং টক ব্যাক পরিষেবা চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ বেশি দূর এগোয়নি। আলোচনা স্তরেই ছিল।
এবার এই কাজ বাস্তবায়ন করেছে ভারতের রেল। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তৈরি করেছে এই লোকাল ট্রেনের রেকগুলি। যেখানে এই দুই ব্যবস্থা ছাড়াও প্যান্টোগ্রাফ কিংবা ওভারহেড সমস্যা নজরে রাখার জন্যও ক্যামেরা ইন্সটল করা হয়েছে। এমনকি ট্রেন দাঁড়ানো অবস্থায় যাতে ঢালু দিকে গড়িয়ে না যায়, সে জন্য বিশেষ প্রযুক্তির ব্রেকও দেওয়া হয়েছে।