রবিবার টেট পরীক্ষা। সময় দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটে। এবছর পরীক্ষা দেবেন রাজ্যের প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সুবিধার্থে তৎপর মেট্রো রেল। টেট পরীক্ষার বিশেষ দিনে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে।
কলকাতা মেট্রো সূত্রে খবর রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ করিডরে আটটি অতিরিক্ত মেট্রো রেল চলবে। এর মধ্যে ৪ টি আপ এবং ৪ টি ডাউন লাইনে অতিরিক্ত মেট্রো সার্ভিসের ঘোষণা করা হয়েছে ।
অন্য দিন ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলে। রবিবার টেট পরীক্ষার দিনে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ওইদিন সব মিলিয়ে নর্থ এবং সাউথ লাইনে মোট ১৩৮ টি মেট্রো চলবে বলে খবর রেল সূত্রে।