বেসরকারি হাতেই কি তুলে দেওয়া হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে? রেল বোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের আধিকরিকরা ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-হাওড়া অংশটি পরিদর্শনের রিপোর্টে দাবি করা হয়েছে, কলকাতা মেট্রোকে দিল্লি মেট্রোর মতো স্বয়ংসম্পূর্ণ সংস্থা করতে চাইছে রেল বোর্ড।
উল্লেখ্য, রেলের অধীনে একটি পৃথক জ়োন হলেও রেল বোর্ড চায়, কলকাতা মেট্রোও দিল্লি মেট্রোর মতো স্বয়ংসম্পূর্ণ সংস্থাই হয়ে উঠুক। দিল্লি মেট্রোর মতোই বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা বিক্রি করে আয়ের রাস্তা খুলুক কলকাতা মেট্রোও। যদিও মেট্রোকর্তারা দক্ষতা অর্জনের পথে না হেঁটে সরাসরি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিচালনার ভার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দিতে চাইছেন বলে অভিযোগ তুলেছে মেট্রোর কর্মী ইউনিয়ন।
ইতিমধ্যেই, জ়োন পর্যায়ের বৈঠকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার কলকাতা মেট্রোকে কর্পোরেশনে পরিণত করার কথা জানিয়েছেন। তার পরে বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আলোচনায় বিষয়টি নতুনভাবে গতি পায়। তবে ওই সিদ্ধান্তে মেট্রোকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবহালমহল।