শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (TET Scam) CBI এর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের উঠল প্রশ্ন। এবার কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) আরও একজন বিচারপতি বিশ্বজিৎ বসু CBI এর তদন্তের মন্থর গতিকে ভর্ৎসনা করে বলেন, ‘যেভাবে নিয়োগ দুর্নীতির তদন্ত এগোচ্ছে তা বেশিদিন চলতে পারে না , যা করার তাড়াতড়ি করুন। ‘
Siliguri Accident: ইট বোঝাই লরির ধাক্কা, শিলিগুড়িতে দুমড়ে গেল অ্যাম্বুলেন্স, রোগী সহ মৃত ৫
সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বসুর বেঞ্চে শুনানি ছিল নিয়োগ দুর্নীতি মামলার। সেখানেই কেন্দ্রীয় সংস্থার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ‘‘নিয়োগ দুর্নীতিতে যুক্ত বাকিরা কেন ঘুরে বেড়াচ্ছেন? তাঁদের কেন ছেড়ে রাখা হয়েছে?’’ CBI এর তদন্তে গতি আন্তে বলে বিচারপতি আরও বলেন, ‘‘আপনারা কী করবেন আদালত তা বার বার বলে দেবে এটা ভাল দেখায় না। নিজেদের কাজ নিজেরা করুন। রোজ উপদেশ শুনে চলে যাচ্ছেন, যা করার তাড়াতাড়ি করুন। ‘’