একাধিক রুটের ট্রেনের গতি কমানো হচ্ছে। রেল সূত্রে এই খবর জানা গিয়েছে। এমনকি বন্দে ভারতের গতিও কমানো হবে বলে জানা গিয়েছে। যার ফলে ভবিষ্যতে ১৩০ কিলোমিটার বেগে চলতে পারে ওই প্রিমিয়ান ট্রেনটি।
গত বছরের জুন মাসে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। তারপর চলতি বছরের ১৬ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আপাতত দিল্লি-ঝাঁসি গতিমান এক্সপ্রেস,দিল্লি-খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস, দিল্লি-রানি কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের গতি কমানোর সুপারিশ করা হয়েছে বলে খবর।
যদিও যে ট্রেনগুলির গতি কমানো হবে সেখানে পশ্চিমবঙ্গের কোনও ট্রেনের উল্লেখ নেই। যদিও ঠিক কী কারণে গতি কমানো হচ্ছে সেবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি রেলের তরফে।