৬১৮ জন শিক্ষকের নিয়োগের সুপারিশপত্র বাতিল করল এসএসসি (SSC) । নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, তাঁরা এই মামলায় হস্তক্ষেপ করবেন না । সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকবে । উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চ আগেই ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশ মেনেই প্রথম ধাপে ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment Scam) । ওই শিক্ষকদের চাকরি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।
সম্প্রতি, ওই ৬১৮ জনের সুপারিশপত্র বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি । সেখানে ওই শিক্ষকদের নাম, রোল নম্বর এবং বিভাগও জানিয়ে দেওয়া হয়েছে । বাকি ১৮৭ শিক্ষকের ওএমআর শিটগুলি আরও এক বার যাচাই করতে চাইছে তাঁরা । খুব শীঘ্রই তাঁদের সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছে এসএসসি ।