SSC গ্রুপ-ডি(SSC Group D) নিয়োগে নয়া মোড়। এবার ভুয়ো নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট(Cacutta High Court)। এই প্রথম চাকরি বাতিলের পাশাপাশি সরকারের খরচ হওয়া টাকা পুনরুদ্ধারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Gangapadhyay)।
SSC-এর সুপারিশে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে গ্রুপ-ডি(SSC Group D) পদে নিয়োগ হয়। যদিও SSC জানিয়েছে, চাকরির সুপারিশ তাঁদের নয়। ফলে নতুন করে তৈরি হয় বিতর্ক। SSC নিয়োগ না করলে, কার সুপারিশে হল এই নিয়োগ? তদন্ত চালাতে সিট গঠন করে হাইকোর্ট(Calcutta High Court)। সমস্ত নথি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয় SSC-কে।
আরও পড়ুন- Accident in Burdwan: বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা বর্ধমানে, পুকুরে পড়ল রোগীসমেত অ্যাম্বুলেন্স
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে SSC গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন(WBSSC)। SSC-এর আর্জিতে সাড়া দিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। তবুও শেষরক্ষা হল না। গ্রুপ-ডি(Group D) পদে ভুয়ো নিয়োগ বাতিলই করে দিল আদালত।