গ্রুপ-সি-র (Group-C) প্রায় তিন হাজারের বেশি কর্মী এবার চাকরি হারাতে চলেছেন ? ২০১৬ সালে যাঁরা পরীক্ষায় বসেছিলেন, তাঁদের অনেকের ওএমআর শিটে (OMR Sheet) গোলমালের অভিযোগ উঠেছে । সেই মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যাঁদের ওএমআর শিটে গোলমাল ছিল, তাঁদের নাম প্রকাশ করল এসএসসি । সেখানে দেখা গিয়েছে, প্রায় সাড়ে তিন হাজার ওএমআর শিটের ৯০ শতাংশেই গরমিল রয়েছে ।
এসএসসি সূত্রে খবর, মোট ৩,৪৭৭টি ওএমআর শিট পরীক্ষা করে দেখা হয়েছে । তার মধ্যে ৩,১১৫ জনের ওএমআর শিটে গরমিল পাওয়া গিয়েছে । বাকি ৩৬২টি ওএমআর শিটে কোনও সমস্যা নেই । আদালতের নির্দেশেই ওই ৩১১৫ জনের নাম নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি । ওই ৩,১১৫ জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করবে কলকাতা হাইকোর্ট ।
২০১৬-এর গ্রুপ সি পদের আরএলএসটি পরীক্ষায় বেশকয়েকজন চাকরিপ্রার্থীর ওএমআর শিটে গোলমালের অভিযোগ ওঠে । এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয় । মামলার ভিত্তিতে আদালত ওএমআর শিট আবার খতিয়ে দেখে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল এসএসসিকে । নির্দেশ অনুযায়ী, এদিন ৩,১১৫ জনের তালিকা প্রকাশ করল এসএসসি ।