গভীর রাতে নজিরবিহীন রায়৷ এসএসসি দফতরের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বুধবার মধ্যরাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে শুনানি চলে৷ রাত সাড়ে দশটা থেকে শুনানি শুরু হয়৷ এক ঘণ্টা শুনানি চলার পর আদালতের নির্দেশ, অবিলম্বে এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব তুলে নেবে সিআরপিএফ৷ রাত ১২টার পরই ওই বিল্ডিংয়ের দখল নেবে কেন্দ্রীয় বাহিনী৷ বৃহস্পতিবার দুপুর ১'টা পর্যন্ত এসএসসি দফতর ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। একমাত্র সিবিআই আধিকারিকরাই প্রবেশ করতে পারবেন ভিতরে। দুপুর ১২টার মধ্যে এসএসসি-র সচিবকে সিসিটিভি ফুটেজ আনার নির্দেশ।
বুধবারই নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে এসএসসিতে। 'তথ্য নষ্ট করা হতে পারে', মামলাকারীদের তরফ থেকে এই দাবি করা হয়। এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে ফের মামলা করা হয় আদালতে। রাত সাড়ে দশটায় জরুরি ভিত্তিতে শুনানি শুরু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। ভার্চুয়াল মাধ্যমে চলছে শুনানি। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর মধ্যে কারা এসএসসি অফিসের ভিতরে ঢুকেছে তার সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হোক, শুনানিতে দাবি করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
শুনানিতে হার্ড ডিস্ক-সহ সমস্ত তথ্য সংরক্ষণের দাবিও করা হয়। বিচারপতি বলেন, ৫ সদস্যের কমিটির কম্পিউটারের সমস্ত নথি নষ্ট করতে পারে এমনটা জানিয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।
এরপরই এই নির্দেশ দিল আদালত।