এসএসসি-র মেধা তালিকায় নাম ছিল না, ওয়েন্টিং লিস্টে থাকা প্রার্থীদের বঞ্চিত করে নিয়োগ করা হয়েছিল তাঁকে। মালদার শিক্ষককে নিয়োগপত্র বাতিলের চিঠি পাঠাল এসএসসি।
মালদার খর্বা এইচএন (HN) হাইস্কুলের বাংলার শিক্ষক মহম্মদ আজাদ আলি মির্জা। এপ্রিল মাসের শেষের দিকে তাঁর নিয়োগ বাতিলের চিঠি আসে প্রধান শিক্ষককের কাছে। ইতিমধ্যে শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
২০১৯ সালে মহম্মদ আজাদ নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগদান করেন। এর মাঝে বিভিন্ন সময়ে একাধিকবার আজাদ তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্কুলের বহু শিক্ষক। স্কুল সার্ভিস কমিশনের চিঠিতে স্পষ্টভাবে উল্লখ করা হয়েছে এই শিক্ষককের মেধা তালিকায় নাম ছিল না।
স্কুল সূত্রে খবর কমিশনের নির্দেশ সম্পর্কে আগেই জেনেছেন আজাদ। চিঠি আসার আগেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই বেআইনিভাবে নিয়োগ পাওয়া স্কুল শিক্ষকদের বরখাস্ত করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এখনও পর্যন্ত মোট ২১ জনের চাকরি বাতিল হল।