নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিজস্ব এজেন্টদের মাধ্যমেও চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলতেন বলে অভিযোগ৷ এই রকম ২২ জন এজেন্টকে চিহ্নিত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তলব করা হয়েছে ৯ জন এজেন্টকে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, হুগলির এক এজেন্ট ইডিকে জানিয়েছেন, তিনি কুন্তলকে ৩ কোটি ৪ লক্ষ টাকা দিয়েছেন। অন্য এক এজেন্ট ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত হদিশ মিলেছে ৮ কোটি টাকার। এই অঙ্ক আরও বাড়তে পারে।
এই সব এজেন্টদের যে চাকরিপ্রার্থীরা টাকা দিয়েছিলেন, তাদের তালিকাও তৈরি করছে ইডি। তাঁরা কেউ চাকরি পেয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মানলায় ধৃত তাপস মণ্ডল জেরার সময় জানিয়েছেন, তিনি সব মিলিয়ে কুন্তলকে ১৯ কোটি ২ লক্ষ ১০ হাজার টাকা দিয়েছেন। এমনই খবর ইডি সূত্রে।