ওএমআর শিট প্রায় ফাঁকা বললেই চলে, কিন্তু তারপরেও ৫৫-এ কেউ কেউ পেয়েছেন ৫৩, স্বাভাবিক ভাবেই ‘র্যাঙ্ক’ বেশ উপরের দিকে। চোখ কপালে তুলে দেওয়ার মতো এই ধরনের উত্তরপত্র জ্বলজ্বল করছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।
এক চাকরিপ্রার্থী সম্পুর্ন ফাঁকা খাতা জমা দিয়েছেন। শুধু নাম-রোল নম্বর লেখা। অথচ তালিকায় র্যাঙ্ক ২৭। অঙ্কের শিক্ষকের চাকরি করবেন বলে তিনি অঙ্কেরই পরীক্ষায় বসেছিলেন। একটিও উত্তর না লিখে তিনি পেয়েছেন ৫৫ এর মধ্যে ৫৩।
২০১৮-র নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় হাইকোর্টের নির্দেশেই বুধবার রাতে নবম-দশমের ৯৫২ জনের বিকৃত উত্তরপত্র প্রকাশ করেছে এসএসসি।
আবার ৫৩ পেয়েও সকলের র্যাঙ্কও যে এক, এমনটা নয়, কারোর ক্ষেত্রে র্যাঙ্ক ১১, কারোর আবার ৮৮।