৬৫ ঘণ্টা তল্লাশি চালানোর পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করল সিবিআই। সোমবার ভোর সওয়া ৫টা নাগাদ গ্রেফতার করা হয় তৃণমূল জীবনকৃষ্ণকে। তাঁকে প্রথমে দূর্গাপুরের সিবিআই ক্যাম্পে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হবে। সেখান থেকে নিজাম প্যালেস নিয়ে আসা হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতা ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, মূলত এই দুই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ সিবিআই-এর একটি দল জীবনকৃষ্ণের বড়ঞার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তল্লাশি চালানো হয় তাঁর অফিস-সহ একাধিক জায়গায়। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়কের বাড়ি থেকে তাঁর সুপারিশে হওয়া চাকরিপ্রার্থীদের নথির পাশাপাশি এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই পাওয়া গিয়েছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় দু’বস্তা নথি, যেখানে রয়েছে প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য।
সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, তাঁর ঘর থেকে একাধিক কম্পিউটার, বেশ কয়েকটি ল্যাপটপ, তিনটি নোটপ্যাড, হাই স্পিড ইন্টারনেট সংযোগ এবং গুরুত্বপূর্ণ কিছু সফ্টঅয়্যারের খোঁজ পাওয়া যায়। কী কাজে এই ঘর ব্যবহার হত, সে বিষয়ে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি সিঁদুর কৌটোর মধ্যে জীবনকৃষ্ণ মোবাইলের মেমরি কার্ড লুকিয়ে রেখেছিলেন বলেও সিবিআই সূত্রে জানা গিয়েছে।