স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) নিয়ে রাজ্য সরগরম। এ সবের মাঝেই স্কুলে ৬,৮৬১ টি নয়া পদ (New Post) তৈরির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কমিশনের প্যানেলে যে প্রার্থীরা ওয়েটিং লিস্টে (শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ) আছেন, তাঁদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের (West Bengal School Education Department) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কমিশনের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অতিরিক্ত পদ তৈরি হয়েছে। সবমিলিয়ে ৬,৮৬১ টি শূন্যপদের জন্য নিয়োগ হবে।
১) নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক: ১,৯৩২ টি নয়া পদ তৈরি করা হয়েছে।
২) একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক: ২৪৭ টি নয়া পদ তৈরি করা হয়েছে।
৩) স্কুলে গ্রুপ 'সি' কর্মী: ১,১০২ টি নয়া পদ তৈরি করা হয়েছে।
৪) স্কুলে গ্রুপ 'ডি' কর্মী: ১,৯৮০ টি নয়া পদ তৈরি করা হয়েছে।
৫) কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার সহকারী শিক্ষক: মোট ১,৬০০ টি নতুন পদ তৈরি করা হয়েছে। ৭৫০ টি পদ তৈরি করা হয়েছে কর্মশিক্ষার জন্য। শারীরশিক্ষার ক্ষেত্রে ৮৫০ টি নয়া পদ তৈরির প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।